ভান্ডারিয়া বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
জেলার ভান্ডারিয়া উপজেলার বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এ সময় ক্রীড়া পতাকা উত্তোলন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুল হক জোমাদ্দার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন, আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।
ক্রীড়া প্রতিযোগিতার ৭০টি ইভেন্টে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ গ্রহণ করে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম (পূর্ববর্তি সংবাদ)
