প্রধান সূচি

ভান্ডারিয়ায় খান সাহেব কিন্ডার গার্টেন’র ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ভান্ডারিয়ায় বুধবার খান সাহেব আব্দুল মজিদ জমাদ্দার কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় পার্টির (জেপি)’র কেন্দ্রীয় নেতা  এবং  ভান্ডারিয়া উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ।

সভায় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জমাদ্দার, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফায়জুর রশিদ খসরু জমাদ্দার, ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান দিলু, পৌর কাউন্সিলর মোঃ ইউসুফ আলী আকন, যুবলীগের উপজেলা আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিন মিয়া স্বপন, অভিভাবক মোঃ এমরান হোসেন তালুকদার, পরীক্ষার্থী রিফাত আজাদ শুভ, শিক্ষার্থী জিনাত তাসমিয়া মৌ, আয়শা ছিদ্দিকা, তানভির জিদান ও সদ্য প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউএনও ও পৌর প্রশাসক শাহিন আক্তার সুমি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুদ্দিন গিয়াস। বিএনপি নেতা আবুয়াল হোসেন জমাদ্দার, কৃষক দলের উপজেলা সভাপতি মোঃ মহসিন মিয়া শাহিন, বিএনপি নেতা মোঃ কবির হোসেন আকন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মোঃ রেজাউল হক রেজভি জমাদ্দার, জেপি নেতা সেন্টু মোল্লা, বিহারী স্কুলের প্রধান শিক্ষক শশাংঙ্ক শেখর চক্রবর্তী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ফিরোজ চাপরাশী, মোঃ মজিবুর রহমান, বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আঃ ছালাম খন্দকারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ মহিউদ্দিন মহারাজ তার বক্তব্যে বলেন, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া শুধু বাংলাদেশেই নয় বিশ্বে একটি স্মরনীয় নাম। আর তাঁর জন্ম এই ভান্ডারিয়ায়। তাঁরই কনিষ্ঠ পুত্র বর্তমান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এম.পি) বার বার এমপি মন্ত্রী নির্বাচিত হন। এটা শিক্ষার কারণেই সম্ভব হয়েছে। আর একটি সুন্দর দেশ গড়তে শিক্ষিত মানুষের প্রয়োজন। তাই আমি আশা করি দেশ পরিচালনায় তোমাদের মধ্যে থেকেই দেশের প্রধান মন্ত্রী, রাষ্ট্রপতির মত যোগ্য নের্তৃত্ব বেড়িয়ে আসবে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial