প্রধান সূচি

নাজিরপুরে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪’র শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বইবুনিয়া গ্রামে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ এর শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফিড দি ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সি.এস.এ) প্রকল্পের অর্থায়নে চলতি বোরো মৌসুমে এই জাতের ধানের চাষ করা হয়েছে। জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ হেক্টর প্রতি ফলন হয়েছে ৮.৪৪ টন।
বুধবার সকাল ১১টার উপজেলার বইবুনিয়া গ্রামের রায়বাড়ীতে মাঠ দিবসের আয়োজন করে আইএফডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মাট এগ্রিকালচার এক্টিভিটি (সি.এস.এ) প্রকল্পের ফিল্ড সুপারভাইজার আবু জাফর মাহামুদ।


মাঠ দিবসে উপস্থিত ছিলেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মাট এগ্রিকালচার এক্টিভিটি প্রকল্পের জুনিয়র এক্সটেনশন অফিসার (সিএসএ) জাহিদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএফডিসিও কৃষিবিদ দূর্গাপদ সরকার।
মাঠ দিবসে প্রবীন কৃষক সন্তস কুমার বলেন, জিংক সমৃদ্ধ এই জাতের ধান আমাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে। ভবিষ্যতে এই উচ্চ ফলনশীল জাতের আবাদ আরো বৃদ্ধি পাবে।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.