প্রধান সূচি

নাজিরপুরে পুস্প-নীরোদ নাগ ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায়  শুক্রবার ‘পুষ্প-নীরোদ নাগ ফাউন্ডেশন’ এর উদ্যোগে নাজিরপুর উপজেলার সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ে হত দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় উপজেলার ৬৪টি মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৪১৯ জন হত দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।
জানা গেছে, নাজিরপুর উপজেলার মালিখালীতে জন্ম গ্রহন করেন বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিশিষ্ট রাজনীতিবিদ নীরোদ বিহারী নাগ। অন্যদিকে তাঁর স্ত্রী পুষ্প নাগ নারী আন্দোলনের নেতৃত্ব দেন।
তাদের ছেলে ডা. দীপংকর নাগ ২০১১ সালে প্রয়াত ‘মা-বাবা র নামে গড়ে তোলেন পুষ্প- নীরোদ নাগ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির জন্ম লগ্ন থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতিবছর মেধাবৃত্তি প্রদান করে আসছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার নাজিরপুর সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। এ থেকে প্রতি শ্রেনীতে ৬ জন করে মোট ৩০ জন ছাত্র ছাত্রীকে প্রতি মাসে ৮০০ টাকা করে টাকা বৃত্তি প্রদান করা হবে।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.