প্রধান সূচি

মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ ॥ ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

পিরোজপুরে বাংলা নববর্ষ ১৪৩০ সনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমী থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পায়। এসময় সকলের মুখে বর্ষবরণের গান ধ্বনিত হয়।
শোভাযাত্রা শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, এন এসআইর যুগ্ন পরিচালক মো. আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান রুহিয়া বেগম হাসি, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল গাজী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.