প্রধান সূচি

সরকারের সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে সকলের অংশগ্রহণের আহবান

জনকল্যাণে সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পিরোজপুর জেলার মাসিক উন্নয়ন-সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
রবিবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায়, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মুকিত হাসান খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আ. সত্তার হাওলাদারসহ জেলার সকল প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. ইকবাল কবীরসহ সকল উপ-পরিচালকগণ এবং জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা নকীব, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল হাইসহ কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সার্বজনীন পেনশনের বিষয়ে ব্যাপক প্রচারণা করার জন্য আহŸান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সত্যিকার অর্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন মহতি উদ্যোগের একটি হচ্ছে সার্বজনীন পেনশন স্কীম চালু।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.