প্রধান সূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিবনগর দিবস পালিত

পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিপি) ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বশেমুরবিপ্রবিপি উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এতে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল হোসেন, অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর, অধ্যাপক ড. মো. আবুল হোসেন, অধ্যাপক ড. মো. জাকির হোসেন, অধ্যাপক ড. মো. আইনুল হোসেন, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমানসহ বশেমুরবিপ্রবিপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মুজিবনগর সরকারের অবদান ও তাৎপর্য তুলে ধরেন।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.