প্রধান সূচি

৭ জানুয়ারী’র নির্বাচন হবে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন : শ ম রেজাউল করিম

পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ৭ জানুয়ারীর নির্বাচন হবে দুর্নীতি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্বাচন। এ নির্বাচন হবে উন্নয়নের পক্ষের নির্বাচন। ৭ জানুয়ারী’র নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমান করে দিতে হবে পিরোজপুর শান্তির জনপথ। এখানে দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের কোন স্থান নেই।
সোমবার বিকেলে নির্বাচনী এলাকার ইন্দুরকানী উপজেলার বাড়ৈইখালী-কালিবাড়ি এলাকায় এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন চাইলে নৌকা মার্কার বিকল্প নেই। নৌকা বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা, নৌকা স্বাধীনতার মার্কা। নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশের যেমন উন্নয়ন হবে পাশাপাশি আমাদের পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানীতেও উন্নয়ন হবে।
তিনি আরও বলেন, ইন্দুরকানীতে আওয়ামী লীগের লোকজন, হিন্দু লোকজনসহ এলাকাবাসীকে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সন্ত্রাসীরা নানা হুমকি-ভায়ভীতি দিয়ে চলছে। তারা নাকি নৌকার সমর্থক, ভোটারদের হাত-পা ভেঙ্গে দিবে। তবে তাদের এসব হুমকি-ধামকিতে ভয় পাওয়ার কোন কারণ নেই। বিজিবি নেমেছে, সামনে সেনাবাহিনী নামবে। স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী ঈগল বাহিনীর লোকজন কাউকে ভোট দিতে বাধা দিলে তখন সরকারের আইন শৃংখলা বাহিনীই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমীন নবীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতা ও অবসরপ্রাপ্ত জেলা জজ আব্দুস সালাম সিকদার, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।
এ সময় মঞ্চে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার ফারুক আহম্মেদ, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.