প্রধান সূচি

ফকিরহাটে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা ও সেমিনার-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্তের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার অভিজিৎ কুমার শীল, নির্বাচন অফিসার এসএম হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, যুব উন্নয়ন অফিসার মো. আমজাদ হোসেন সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোমিনুল হক, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন সেন প্রমূখ।

এসময় উপ-সহকারি কর্মকর্তা নীল রতন রায়, বিপ্লব দাশ, বিপুল পাল, সোলাইমান আলী, প্রদীপ মন্ডল, একরামুল কবির, সুমন বাগচী, দিপায়ন দাশ, দেবদাশ বালা, শাহনিরা আক্তারসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কৃষাণ-কৃষাণী ও সূধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ষ্টলগুলো পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial