গান বাজানোকে কেন্দ্র করে ভান্ডারিয়ায় একজনকে কুপিয়ে আহত
জেলার ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা গ্রামে গভীর রাতে সাউন্ড বক্সে লাউড স্পিকারে গান বাজানো কেন্দ্র করে মিরন তালুকদার এর নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরন তালুকদার হেতালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদারের ছেলে।
আহত মিরন জানান, গভীর রাতে পায়েশ খাওয়ানোর নাম করে এলাকার কয়েক জন নেশাগ্রস্থ বখাটে মো. তহার নেতৃত্বে হৈ হুল্লোর করে প্রতিবেশীদের ঘুম নষ্ট করছিল। এতে বাধা প্রদান করলে বখাটে সোহেল, আলমগীর, মো. হাসান, মো. ছগির, মো. রুবেল তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মিরন আরও জানায় এ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
Please follow and like us:
« কচুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদকের ইন্তেকাল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ার ফরম ফিলাপ না করেও এসএসসি পরীক্ষা দেবে ৭ পরীক্ষার্থী ! »
