পিরোজপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অনুষ্ঠান। পরে স্থানীয় স্বাধীনতা মঞ্চ থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক। এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট চন্ডিচরন পাল, জেলা উদীচী সভাপতি এডভোকেট এম. এ. মান্নান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, পৌর যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপ্লবসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
