পিরোজপুরে সততা সংঘের হাজার সদস্যের দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
আগামী দিনের নাগরিক ছাত্র-ছাত্রীরা শুক্রবার পিরোজপুরে এক মানববন্ধন ও সমাবেশ করে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ ও দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে। স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯টায় শপথ গ্রহণ এবং জেলা শহরের প্রধান সড়কে দীর্ঘ এক কিলোমিটার মানববন্ধন রচনা করে তারা এই কর্মসূচি পালন করে।
সদর উপজেলার প্রায় দেড় হাজার ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা সততা সংঘের এই মানববন্ধনে মিলিত হন। দুর্নীতি দমন কমিশন-দুদকের উদ্যোগে দেশের ৬৪টি জেলায় আয়োজিত এই কর্মসূচি জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় পালন করা হয়।
মানববন্ধনের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান খালেক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান।
শুরুতে অর্ধশতাধিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম।
মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড, পোষ্টার এবং রং-বেরংয়ের বেলুন ও ফিতা হাতে নিয়ে শহরের শহীদ ওমর ফারুক সড়কের দুই পাশে দাড়িয়ে দুর্নীতি প্রতিরোধে নিজেদের অবস্থান ব্যক্ত করে।
মানববন্ধনে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, টিআইবি’র সনাকের সভাপতি এডভোকেট এম এ মান্নান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
