পিরোজপুরে জলবায়ু পরিবর্তন ঝুঁকি প্রভাব এবং অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জেলা পর্যায়ে জলাবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ‘জলবায়ু পরিবর্তন ঝুঁকি প্রভাব এবং অভিযোজন’ বিষয়ক পিরোজপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পিরোজপুর কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়। বিষয়বস্তু সম্পর্কিত ধারনাপত্র উপস্থাপন করেন জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিশেষজ্ঞ ইন্টারন্যশনাল সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জে এর আরবান ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর সরদার শফিকুল আলম।
কর্মশালা পরিচালনা করেন পিরোজপুর এলজিইডি’র সিনিয়র সহকারি প্রকৌশলী নাসিমুল হাসান।
কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেন, সরকারি সোহাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক পিরোজপুরের কথার নির্বাহী সম্পাদক খেরাফত হোসেন খসরু, জেলা সুনাম সভাপতি হাসিবুল আসলাম হাসান প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পিরোজপুর জেলায় বাস্তবায়নাধীন ‘কোষ্টাল ক্লাইমেট রেজিলিয়েট ইনফ্রাস্ট্রকচার’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধিকল্পে বিভিন্ন স্টকহোল্ডারদের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও এলজিইডি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
