মায়ের চরণ ধুয়ে দিল চিতলমারীর দুই শতাধিক শিক্ষার্থী
নিজ হাতে আনুষ্ঠানিক ভাবে মায়ের চরণ ধুয়ে দিল দুই শতাধিক শিক্ষার্থী আর মা সন্তানের সুন্দর ভবিষ্যত কামনা তাদের মুখে তুলে দিলেন মিষ্টি। সোমবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মা সমাবেশ উপলক্ষে ‘চরণ তলে’ অনুষ্ঠানে স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী তাদের নিজ হাতে মায়ের চরণ ধুয়ে মায়ের কাছে দোয়া কামনা করে। উপস্থিত মায়েরা সন্তানের মুখে মিষ্টি তুলে দিয়ে তাদের সুন্দর ভবিষ্যত কামনা করেন।
অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি লায়েক আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফ্ফর উদ্দীন। এ সময় বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, মামুন হোসেন মিল্টন, সহকারী শিক্ষক দিলরুবা হোসেন, কাজী কামরুল ইসলাম, বিকাশ চন্দ্র মজুমদার, ছালমা আক্তারী, প্রতিভা মজুমদার প্রমূখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্কুলের প্রধান শিক্ষিকা ফেরদৌসি পারভীন বলেন, একজন শিশুর প্রথম শিক্ষক হলেন তার মা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা ও সন্তানের প্রতি মায়েদের যথাযথ কর্তব্য পালন করানোর উদ্দেশ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
