প্রধান সূচি

পিরোজপুরে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

পিরোজপুর জেলায় ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহম্মেদ।
বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে এবং পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম। বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের পিরোজপুর উপ-পরিচালক (ডিডি এলজি) কাজী তোফায়েল হোসেন, জেলা তথ্য অফিসার মো. মহসীন হোসেন তালুকদার, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিমসহ সরকারী কর্মকর্তা ও পিরোজপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষনে পিরোজপুর কর্মরত বিভিন্ন টেলিভিশনসহ ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial