পিরোজপুরে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
পিরোজপুর জেলায় ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহম্মেদ।
বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে এবং পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম। বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। 
অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের পিরোজপুর উপ-পরিচালক (ডিডি এলজি) কাজী তোফায়েল হোসেন, জেলা তথ্য অফিসার মো. মহসীন হোসেন তালুকদার, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিমসহ সরকারী কর্মকর্তা ও পিরোজপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষনে পিরোজপুর কর্মরত বিভিন্ন টেলিভিশনসহ ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করছে।
