বাগেরহাট সওজ বিভাগের শ্রমিক কর্মচারিদের কর্ম বিরতি
বাগেরহাটে ৭ দফা দাবীতে পূর্নদিবস কর্ম বিরতি পালন করছে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) শ্রমিক-কর্মচারীরা। রবিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্ম বিরতি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে বাগেরহাট সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সূত্রে জানা গেছে।
রবিবার সকালে কর্ম বিরতির প্রথমদিনে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার সভাপতি সরদার আব্দুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মোঃ সরোয়ার হোসেন, সহ-সভাপতি আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক মোঃ শওকত হোসেন, জেলা ড্রাইভার সমিতির সভাপতি মোঃ সিরাজ শেখ, মোঃ আব্দুর রহিম, মোঃ নাঈমুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারী দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে চাকুরী করলেও নিয়মিত হতে না পারাসহ চাকুরী শেষে তাদের খালি হাতে বিদায় নিতে হয়। ইতিমধ্যে যারা চাকরী থেকে অবসর নিয়েছে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ওয়ার্কচার্জড কর্মচারীর চাকুরী নিয়মিত সংস্থাপনে আনায়নের জন্য ৪র্থ দফায় আগামী ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সভা পালন করার ঘোষনা দিয়েছে।
