দলীয় দুই প্রার্থীকে নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সোহেল রানার খান জাহান (রহঃ) মাজার জিয়রত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের জাতীয় পার্টি আগাম নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। জাতীয় পার্টির কেন্দীয় প্রেসিডিয়াম সদন্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা দুই প্রার্থীকে নিয়ে খানজাহান (রহঃ) মাজার জিয়রত করেছে। চিত্রনায়ক সোহেল রানা মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের জাতিয় পার্টির দলীয় মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান ও বাগেরহাট-১ আসনের জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এস এম আল জোবায়েরকে সাথে নিয়ে দেশের দ্বিতীয় আধ্যাত্মিক সাধক খানজাহান (রহঃ) মাজার জিয়রত করেন। এ সময়ে তার সাথে ছিলেন, বাগেরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, যুব সংহতির জেলা সভাপতি আলহাজ¦ লিটন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Please follow and like us:
« পিরোজপুর জেলা পরিষদকে আধুনিক ও মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তোলা হবে …. মহিউদ্দিন মাহারাজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটের আল-ইসলাহ একাডেমীতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত »
