প্রধান সূচি

বাগেরহাটে ৩ বিএনপি নেতার বাড়িতে হামলা।। মটরসাইকেলে আগুন : আহত ৫

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট জেলা শহরে শনিবার রাতে এক সন্ত্রাসী হামলার ঘটনায় নারী পুরুষসহ ৫/৭ জন আহত হয়েছে। শহরের  মুনিগঞ্জ ও পুরাতন বাজার এলাকায় ৩ বিএনপি নেতার বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি  মটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়াসহ একটি মটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০/২৫ জনের একদল সন্ত্রাসী বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপদের বাড়ীতে আক্রমন করে। এসময় ঘরে থাকা দুই নারী আহত হয়। একই সময়ে সন্ত্রাসীরা লোহার রড, ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে শহরের হাড়ীখালী এলাকার বিএনপি নেতা মুন্না’র বসতবাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর চালানো হয়। হামলায় ঘরে থাকা এক নারী গুরুতর আহত হয় বলে দাবী করেছে বিএনপি নেতা মুন্না। এ সময় ঘরে থাকা একটি মটরসাইকেল ও আসবাবপত্র ভাংচুর করা হয়। এছাড়া পুরাতন বাজার এলাকায় বিএনপি  নেতা ইলাহী আলমে’র বাড়িতে হামলা ও তার একটি নতুন মটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

আহত ও ক্ষতিগ্রস্তরা জানান, পুরাতন বাজার থেকে হাড়ীখালী পর্যন্ত তিনটি বাড়িতে সন্ত্রাসীরা আক্রমন চালিয়ে বেশ কয়েকজনকে আহত ও বাড়ির আসবাপত্র ভাংচুর করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বিএনপি নেতা এলাহী আলম সাংবাদিকদের বলেন বলেন, কয়েকদিন আগে ২ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে একটি পালসার মটর সাইকেল ছেলেকে কিনে দিয়েছি। কি কারনে মটরসাইকেলটি পুড়িয়ে দিল তা আমার জানা নেই। তিনি বলেন, সরকারী দলের লোকজনরাই শনিবার রাতে এ হামলা করেছে।

বাগেরহাট মডেল থানার সেকেন্ড অফিসার খোন্দকার এনায়েত আলী সাংবাদিকদের বলেন, শনিবার রাতে সরকারী পিসি কলেজ সংলগ্ন হরিনখানা এলাকায়  সাগর, বাদল ও রনি মল্লিকদের মধ্যে মারামারি হয়। রনি মল্লিক (২২)কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তির পর একটি গ্রুপের বেশ কিছু লোকজন জড়ো হয়ে অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে রবিবার বিকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি। তবে বসতবাড়ীতে হামলা ও মটরসাইকেলে অগ্নি-সংযোগকারীদের আটকের চেষ্টা করছে পুলিশ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial