১০০ টাকায় পুলিশে চাকরি !
ষ্টাফ রিপোর্টার :
কথাটা বিশ্বাস হলো না! এ মাসেই প্রমাণ পাবেন। পিরোজপুর জেলা কোটায় পুলিশে চাকরি নিতে হলে অনিয়ম আর তদবিরে কাজ হবে না। চাকরিতে আসতে হবে মেধা আর যোগ্যতায়। নিয়োগ-প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কাউকে ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। মাত্র একশ টাকা খরচেই পুলিশ কনস্টেবল পদে মিলবে চাকরি। আর সেই টাকাও কারো হাতে নয়, ববং চালানের মাধ্যমেই জমা দিতে হবে ব্যাংকে। হ্যা, এ কথাগুলো আর কারো নয়, সয়ং পিরোজপুরের পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেনের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেজবুক’ এর একটি পোষ্টে এসব কথা বলেছেন পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন। পিরোজপুর জেলা পুলিশের ফেজবুক পেইজে লেখায় পুলিশ সুপার আরও বলেন, ’চলতি মাসেই পিরোজপুর জেলা কোটায় পুলিশ কনস্টেবল পদে আরো পুরুষ ৭৬ জন এবং নারী ১৩ জনকে নিয়োগ দেয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়াকে সামনে রেখে নড়েচড়ে বসেছে সুযোগ সন্ধানীরা। পুলিশে নিয়োগ দেওয়ার নাম করে লোভনীয় টোপ নিয়ে অনেকেই হাজির হচ্ছেন চাকরি প্রার্থীদের কাছে। রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের আঙিনায়, দৌড়ঝাঁপ বেড়েছে প্রতারক ও দুর্নীতিবাজ চক্রের।
মোঃ ওয়ালিদ হোসেন বলেন, পুলিশের কনষ্টেবল পদে নিয়োগ পেতে ঘুষ লাগবে না। নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে। আমরা কিন্তু সেই পথেই হাঁটছি। আমরা প্রতিজ্ঞ পুলিশের ভাবমূর্তি বাড়াতে। তিনি বলেন, ‘ভাবমূর্তি দেখাতে চাই। তদবির তো থাকবেই। মানুষ এটা করবেই। অনিয়ম হয় বলেই মানুষ এটা করে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের কাজ অর্পিত দায়িত্ব পালন করা। অনিয়ম এড়িয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যদের স্থান করে দেয়া টাই আমাদের প্রতিজ্ঞা। জেলার ৭টি উপজেলার স্থায়ী বাসিন্দা যারা এসএসসি পাশ করেছেন, জিপিএ- ২.৫ পেয়েছেন, তারা ব্যাংকে একশ টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিয়ে ফর্ম সংগ্রহ করবেন। লাইনে দাঁড়াবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। মৌখিক ও শারীরিক পরীক্ষায় উতরে গেলেই হলো। তবে খরচ বলতে চাকরির ফর্মের জন্য ওই একশ টাকাই খরচ। আসুন মেধা আর যোগ্যতাকে কাজে লাগাই এবং গর্বিত পুলিশ বাহিনীতে যোগ দিই। দেশ সেবার সুবর্ণ সুযোগ কাজে লাগাই। আর একটি কথা প্রতারক চক্র সামনে পড়লেই তাকে পুলিশে দিন। মনে রাখবেন ? আপনি ভাল পরীক্ষা দিয়ে নিজের মেধাকে যাচাই করে ভর্তি হন।
উল্লেখ্য, মোঃ ওয়ালিদ হোসেন পুলিশের ২০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০০১ সালে তিনি পুলিশে যোগদান করে পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ন ইউনিটে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সুপার হিসেবে পিরোজপুর জেলায় যোগদান করে সন্ত্রাস মাদক ও তাদের গডফাদার দমনে অত্যন্ত দক্ষতা ও সফলতার স্বাক্ষর রেখেছেন। পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে তিনি নানা সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছেন।
