পাইকগাছায় দুঃসাহসিক চুরি
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় শিক্ষক দম্পত্তির বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা বুধবার দুপুরে শিক্ষক দম্পত্তির গ্রীল কেঁটে নগদ অর্থসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, ঘটনার দিন স্কুল শিক্ষক বিজন অধিকারী ও তার স্ত্রী অমরী অধিকারী স্কুলে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা বুধবার দুপুরের দিকে শিক্ষক দম্পত্তির গোপালপুর প্রাইমারী স্কুলের সামনে গদাইপুর গ্রামস্থ বাড়ীর জানালার গ্রীল কেঁটে ঘরে প্রবেশ করে ষ্টিলের আলমারী ভেঙ্গে নগদ ৫৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকর ও মোবাইলসহ বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যায়। স্কুল শেষে বাড়ি ফিরে ঘরের মালামাল তচনছ করা দেখে বিষয়টি টের পান শিক্ষক দম্পত্তি। পরে এ খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ।
Please follow and like us:
« পাইকগাছা উপজেলা শিল্পকলা একাডেমীর সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৯ »
