বাগেরহাটে ছিন্নমূল মানুষের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে গভীর রাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ ও পুনাকের সভানেত্রী শোভা আরিফ বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল অসহায় ও নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, বাগেরহাট জেলায় গত কিছু দিন ধরে প্রচন্ড শীত পড়েছে। তাই বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে ছিন্নমূল, যারা পথে প্রান্তরে বসবাস করছে তাদের কাছে এই শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি। তাছাড়া জেলা পুলিশ যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এরই ধারাবাহিকতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পুনাক বাগেরহাটের সভানেত্রী শোভা আরিফ বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এর ধারাবাহিকতায় বাগেরহাটের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পুনাক সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে থেকেছে আগামীতেও থাকবে।
এ সময় বাগেরহাট সদর অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমানসহ জেলা ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।