প্রধান সূচি

কাউখালীতে গাঁজা সেবন : দুই যুবকের জেল জরিমানা

পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবন ও বহনের অপরাধে শাহান ওরফে অন্তর (১৯), এবং ইয়ামিন হাওলাদার (১৮) নামে দুই যুবককে তিন মাসের কারাদন্ড ও একশত টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাত ৯টার দিকে উপজেলার জয়কুল বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, কাউখালীর সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি মোবাইল কোর্ট পরিচালনা করেন। কাউখালী থানা পুলিশ কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।
এ সময় জয়কুল বাসস্ট্যান্ড এলাকায় দুইজনকে গাঁজা সেবনের সময় হাতনাতে আটক করা হয়। ইয়ামিন নামে ঐ যুবকের কাছে পাওয়া যায় এক পুড়িয়া গাঁজা। সে জানায় অন্তর এর কাছ থেকে গাঁজা ক্রয় করেছে।
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত অন্তর এবং ইয়ামিন অপরাধ স্বীকার করে নিয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে জরিমানা করেন। পরে তাদেরকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত অন্তর উপজেলার বড় বিড়ালজুড়ি গ্রামের বাদশা খানের ছেলে এবং ইয়ামিন একই গ্রামের রুহুল আমিনের ছেলে।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.