প্রধান সূচি

কাউখালীতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস

পিরোজপুরের কাউখালীতে তেল জাতীয় ফসল চিনাবাদামের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
২০২৩-২৪ অর্থ বছরে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় তেল জাতীয় ফসল (চিনাবাদাম) প্রদর্শনী উপলক্ষে কাউখালীর লাঙ্গুলী গ্রামে এ মাঠ দিবস ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. স্বজল মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রাণী দাস।
মাঠ দিবস ও সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। মাঠ দিবসে এলাকার ১৬০জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.