পিরোজপুরে জেলা যুবদলের নব গঠিত কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন
পিরোজপুর জেলা যুবদলের নব গঠিত কমিটি বাতিল করে আন্দোলন সংগ্রামে নিবেদিত ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন জেলা কমিটি গঠনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যুবদলের নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বিগত ১০ বছর পূর্বে গঠিত পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি বাতিল করে কেন্দ্রীয় যুবদল সম্প্রতি ৫ সদস্যের একটি জেলা কমিটি ঘোষনা করেছে। কিন্তু ঘোষিত কমিটিতে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে নিবেদিত বিভিন্ন মামলা মোকদ্দমায় জর্জরিত, বারবার কারাবরণকারী, রাজপথের আন্দোলনকারী ত্যাগী নেতাদের বাদ দিয়ে কয়েকজন রাজনৈতিক ধুরন্ধর ব্যক্তি যারা ফেসবুক সর্বস্ব রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত তাদেরকে নিয়ে একটি বিশেষ মহলের ইচ্ছাকে বাস্তবায়নের লক্ষে অর্থের বিনিময়ে একটি অসাড় কমিটি ঘোষনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যারা বিএনপির আন্দোলনের সময় রাতের আধারে আওয়ামীলীগ-যুবলীগের সাথে আত-আত করে পিরোজপুরে অবস্থান করেছে, যাদের নামে কোন মামলা পর্যন্ত হয় না তাদেরকে এ কমিটিতে স্থান দেয়া হয়েছে। গঠিত কমিটি দিয়ে পিরোজপুরে কোন আন্দোলন সংগ্রাম পরিচালিত হবে না।
ঘোষিত কমিটি অতিসত্তর বাতিল করা না হলে পিরোজপুরে যুবদলের নেতৃবৃন্দ পাল্টা কমিটি ঘোষনা করে দলীয় কর্মকান্ড পরিচালনা করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষনা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পিরোজপুর পৌরসভা যুবদলের সভাপতি মোঃ সাজ্জাদ জহির।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সেখ শহীদুল্লাহ শহি, জেলা যুবদলের সদ্য বাতিলকৃত কমিটির জেলা কো-আহবায়ক এডভোকেট মনিরুল ইসলাম, সদর থানা যুবদলের আহবায়ক গাজী আলমগীর তোতা, জেলা যুবদলের সদস্য মোঃ মনিরুল ইসলাম, জাকির হোসেন, তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ জুন সভাপতি, সম্পাদকসহ ৫টি পদের নাম উল্লেখ করে পিরোজপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় যুবদল। ঘোষিত কমিটিতে যুবদলের সদ্য বাতিল করা কমিটির কো-আহবায়ক মিজানুর রহমান শাহীনকে সভাপতি এবং জেলা ছাত্রদলের সদ্য বাতিলকৃত কমিটির আহবায়ক শহিদুল ইসলাম সাঈদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ৩টি পদধারীরা হলেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ওয়াহিদ হাসান বাবু এবং সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান।
