খেলার বল কুড়াতে গিয়ে নির্যাতনের শিকার ৮ বছরের শিশু
ক্রিকেট খেলার বল কুড়াতে গিয়ে পিরোজপুর পৌরসভার মধ্য নামাজপুর এলাকার নুর হোসেন নামের ৮ বছরের এক শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে হাসপাতালে ভর্তি নুর হোসেন পিতা মোঃ পান্না হাওলাদার এ অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে মধ্য নামাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিল নুর হোসেন। খেলার একপর্যায়ে বলটি পার্শবর্তী ক্ষেতে গিয়ে পরে। তখন ঐ বলটি নুর হোসেন কুড়াতে গেলে ক্ষেতের মালিক দেলোয়ার হোসেন দুলু তাকে বাড়িতে ধরে নিয়ে যায় এবং ক্ষেতে ঢোকার অপরাধে নানাভাবে শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে নুর হোসেনের চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে। নুর হোসেনের শারীরিক অবস্থা ভালো না থাকায় হাসপাতালে ভর্তি করা হয়।
নুর হোসেনের পিতা জানায়, তার ছেলের শারীরিক অবস্থা দেখে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের কর্মকর্তারা চিকিৎসা ও আইনি পরামর্শ দিয়ে সহায়তা করছে। তিনি আরো জানান, নুর হোসেন একটু সুস্থ্য হলেই থানায় মামলা দায়ের করা হবে।
