পিরোজপুরে রিক’র ফ্রি স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে কদমতলা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় সোমবার এক ফ্রি স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত চক্ষু ক্যাম্প পরিচালনা করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইন্সটিটিউট। নাক, কান ও গলা চিকিৎসা দেন ডা. কামরুল ইসলাম, সহকারী রেজিষ্টার (বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ)। মেডিসিন বিষয়ে চিকিৎসা দেন ডা. অমল চন্দ্র রায় (অব:) মেডিকেল অফিসার। ক্যাম্পে প্রায় ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। ২৪ জন ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট এর পরিচালক অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ, কদমতলা ইউপি চেয়ারম্যান মো. হানিফ খান, রিক এর জোনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন, কর্মসূচি সমন্বয়কারী মো. আজাহারুল ইসলাম মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা মো. জিহাদ হোসেন ও স্বাস্থ্য পরিদর্শকগণ।
