প্রধান সূচি

এসএসসি পরীক্ষা

মেধা তালিকায় পিরোজপুর তৃতীয়

চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় পিরোজপুর তৃতীয় স্থান অর্জন করেছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডেপাসের হারে গত বছরের মতো এবারও তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮০ দশমিক ৭২ শতাংশ। জেলার ১২ হাজার ৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ১০ হাজার ২৫২ জন। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬২২ জন ও মেয়ে ৫ হাজার ৬৩০ জন। এ ছাড়া জেলায় ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

পিরোজপুর জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান, ব্যবসায় বানিজ্য ও মানবিক বিভাগে মোট জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন ছাত্রী। পাশের হার ৯৭.৪৭।

সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৮৫ জন পরিক্ষার্থীর মধ্যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪৪জন ছাত্র। ব্যবসায় বানিজ্য বিভাগে কোন ছাত্র জিপিএ-৫ অর্জন করতে পারেনি। এখানে পাশের হার ৯৮.৩৮।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial