প্রধান সূচি

মঠবাড়িয়ায় বয়স উত্ত্বীর্ণ ও বিবাহিতদের নিয়ে ঘোষিত

ছাত্রলীগের উপজেলা কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

ছাত্রলীগের মঠবাড়িয়া উপজেলা কমিটি বাতিল করে জেলা কমিটি কর্তৃক গঠনতান্ত্রিকভাবে অযোগ্য ব্যক্তিদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক করা কয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক কমিটির সভাপতি নজরুল ইসলাম সোহেল লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ২৯ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের দুজন কর্মকর্তার নাম জেলা নেতৃবৃন্দ ঘোষণা করেন। সভাপতি পদে শরিফুল ইসলাম রাজু এবং সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান মরতুজার যে নাম জেলা থেকে ঘোষণা করা হয় তারা দুজনই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কোন পদে থাকার যোগ্য নন। রাজু বয়স উত্ত্বীর্ণ এবং মরতুজা বিবাহিত।

গঠনতন্ত্রে ২৭ বছর হলে ছাত্রলীগ করার যোগ্যনন কিন্তু রাজুর বয়স ২৯ বছরের উপরে। অন্য দিকে মরতুজা পার্শবর্তী বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামের এক তরুনিকে কয়েক বছর আগে বিয়ে করে মঠবাড়িয়া পৌর এলাকায় একত্রে বসবাস করেন।

অভিযোগে আরও বলা হয়, বর্তমানে যাকে উপজেলা সভাপতি পদে নাম ঘাষণা করা করা হয়েছে সেই শরিফুল ইসলাম রাজুকে গত ২০১৬ সালে জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু স্বাক্ষরিত এক পত্রে চাঁদাবাজি এবং দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়।

সংবাদ সম্মেলনে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের পূর্বের কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম রায়হান, হাসানুজ্জামান হেলাল, মঠবাড়িয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিলন, মঠবাড়িয়া কলেজ শাখার সভাপতি মিজানুর রহমান ফরাজিসহ উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ, দলীয় গঠনতন্ত্র লঙ্গন করে ঘোষিত দুই কর্মকর্তার নাম প্রত্যাহার করে গঠনতান্ত্রিকভাবে যোগ্য নেতৃবৃন্দের সমন্বয়ে মঠবাড়িয়া উপজেলা কমিটি গঠনের দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial