পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে সততা সংঘের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় স্বাধীনতা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আবু আহমেদ ছিদ্দীকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সম্পাদক মুনিরুজ্জামান নাসিম, সদস্য সিকদার চাঁন প্রমুখ। এসময় সততা সংঘের সদস্যদের দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠকরানো হয়। র্যালী শেষে স্থানীয় ক্লাব রোডে এক মানববন্ধন করা হয়।
দুর্নীতি বিরোধী সপ্তাহের এ ধারাবাহিক কর্মসূচিতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যবৃন্দ অংশ নেন। গত ২৬ মার্চ থেকে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে আরো যেসব কর্মসূচি পালিত হয়েছে তার মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভা, বিদ্যালয়ে আলোচনা সভা, শপথপাঠ, মানববন্ধন ইত্যাদি। এছাড়া আজ শিক্ষক ও সততা সংঘের সদস্যদের কর্মশালা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচি সমুহ বাস্তবায়ন করছে।
