প্রধান সূচি

বাগেরহাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া

‘জানবে বিশ্ব-জানবে দেশ, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড সংক্রন্ত মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাগেরহাট জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট সহযোগিতায় স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থী, অতিথি অংশগ্রহণে দুর্যোগের প্রস্তুতি মহড়া ও অগ্নি নির্বাহে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন-উল-হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-পরিচালক সরদার মাসুদুর রহমান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial