পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব
বিশ্ব ভালবাসা দিবসে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে বসন্ত বরণ ও পিঠা উৎসব। বুধবার সকালে পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজে এ উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বর্ণিল সাজে ও উৎসব মুখর পরিবেশে শিক্ষক, শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। মেলা প্রাঙ্গণে কলেজের বিভিন্ন শাখার ১৪টি স্টলে দেশি পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা।
পিরোজপুরে প্রথমবারের মত এ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ উৎসবে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এম এ জাহাঙ্গীর আলম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ পরিচালক মিজানুর রহমান, ইংরেজী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন, বাংলা বিভাগের প্রধান মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর হোসেন, প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, ভিপি এস এম বায়জীদ হোসেন।
উৎসব পরিচালনা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মিজানুর রহমান জানান, পিঠা উৎসবের স্টলগুলোতে ডিমের পিঠা, রেশমী পিঠা, পাঠিসাপঠা, চিতই পিঠা, চালের রুটি, মাই বরফি, ফিরনি, নিমকি, নারকেলের বরফি, কানফুলি পিঠা, গোলাপ পিঠা, খেজুর বিচি, সুজির পিঠা, চন্দ্র পুলি, গাজরের হালুয়া, পাকন পিঠা, চুই পিঠাসহ বিভিন্ন পিঠা রয়েছে। বাংলা বিভাগের স্টলে সর্বোচ্চ ৩০ পদের পিঠার আয়োজন করেছে। এছাড়া বসন্ত বরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
