পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিস মিলনায়তনে সমিতির চেয়ারম্যান আব্দুল খালেক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত। বক্তব্য রাখেন, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, ভূপেন্দ্রনাথ গোলদার, আকিজ উদ্দীন বিশ্বাস, আব্দুল আলী, রাজেশ কুমার, আফজাল হোসেন, পরিদর্শক অধীর কুমার দাশ, আনিছুর রহমান, কাশেম আলী, নিলুফার ইয়াসমিন ও মাসুম বিল্লাহ। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us:
« পাইকগাছায় উদ্যোমে উত্তরণে শত কোটি দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) এমপি নূরুল হকের ১২ কোটি টাকার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন »
