তথ্য অধিকার আইন প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে তথ্য অধিকার আইন প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভুমিকা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহযোগীতায় এবং টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। প্রধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, দীর্ঘ উপনেবিশিক শাসনের হাত থেকে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। নাগরিক হিসেবে এ দেশের প্রতিটি মানুষেরই তথ্য জানার অধিকার রয়েছে। তিনি বলেন, আমরা যারা এ দেশের সাধারন খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় চাকুরী করি, তাদের অবশ্যই সেইসব মানুষকে তথ্য দিতে আমরা বাধ্য। এ জন্য একজন তথ্য কর্মকর্তার প্রয়োজনীয় প্রশিক্ষন নেয়া প্রয়োজন। এসময় তিনি সনাকের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান।
উদ্বোধন শেষে জেলায় কর্মরত সরকারী ও বেসরকারী কর্মকর্তারাদের দিনভর এ প্রশিক্ষন কর্মশালায় তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা বিষয়ক বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার-সিই মোঃ ফিরোজ উদ্দীন। এর আগে সনাক সদস্য জনাব এম. এ. রব্বানী ফিরোজ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করেন।
উক্ত কর্মশালায় সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ সরকারি ও বেসরকারি ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
