প্রধান সূচি

মঠবাড়িয়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী লাইজু

মঠবাড়িয়া উপজেলায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল লাইজু আক্তার নামের ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর নির্দেশে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়। লাইজু শহরের দক্ষিণ বন্দর এলাকার সৌদি প্রবাসী জামাল তালুকদারের মেয়ে এবং কেএম লতিফ ইনস্টিটিউশনের ১০ম শ্রেণীর ছাত্রী।

জানা গেছে, শহরের দক্ষিণ বন্দর এলাকার ব্যবসায়ী হাজী মো. আল আমিনের ছেলে ও মোমিনিয়া মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র ফোরকানের সাথে একই লাইজুর গোপনে বিয়ের আয়োজন করে মেয়ে পক্ষ। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার ও এনজিও কর্মী ইসরাত জাহান মমতাজ বিয়ে বন্ধ করে দেন এবং বর পক্ষের কাছ থেকে মুছলেখা আদায় করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial