সবার ঠিকানা
মহাশূন্যে হাত তুলে
করিনি তো ভুল,
মহাকালের ব্যাথা ভুলে
খুঁজে পেলাম কূল।
মহাকালের কালো দেখে
পেয়না আর ভয়,
মহাকালের কালিমা মুছে
হবে নতুন সূর্যোদয়।
আজকে যে আলোর
আমি পেলাম সন্ধান,
কোন ব্যাথা আর এসে
করবে নাতো ম্লান।
আলোক রাশি বিচ্ছুরিত
সেই আলোক জ্যোতি,
দিকে দিকে ছুটছে
তার আলোর গতি।
অকূলের কূল যেন
সেই মহান
সবাই যেন তার পথে
হয় আগুয়ান।
Please follow and like us:
« মোংলায় চুরি যাওয়া আই ফোন উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় জাতীয় পার্টির বিজয় দিবসের প্রস্তুতি সভা »
