মঠবাড়িয়ায় আওয়ামী লীগের সমাবেশ ।। যারা দলকে দ্বিখন্ডিত করতে চায় তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে
এস.এম. আকাশ, মঠবাড়িয়া প্রতিনিধি :
সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন বলেছেন, যারা একটি হত্যাকান্ডকে পুঁজি করে দলকে দ্বিখন্ডিত করতে চায় তাদের দল থেকে বহিষ্কার করা হবে। মাদক ব্যবসা ও রাজনীতি একসাথে চলেনা। শান্ত মঠবাড়িয়াকে অশান্ত করে কাউকে মাদক ব্যবসা ও সন্ত্রাসীর রাজনীতি কায়েম করতে দেয়া হবেনা। দলকে ঐক্যবদ্ধ করে যেকোন মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে।
বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষে আজ রবিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মোস্তফা খেলার মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বাচিপ নেতা অধ্যাপক ডাঃ এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. রওশন আরা বেগম, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ জাকির
হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ছাত্রলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি বায়জিদ আহম্মেদ খান, কেন্দ্রীয় যুবলীগের উপ-সমবায় বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মাতুব্বর, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, মঠবাড়িয়া উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ফাহাদ, ইউপি চেয়ারম্যান হারুন তালুকদার, ফজলুল হক খান রাহাত, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, রিয়াজুল আলম ঝনো, নাছির হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আলম টুকু, কৃষকলীগের সভাপতি আবুল বাশার মাতুব্বর, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল সোহেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মিজান ফরাজী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ সোহেল প্রমূখ। সভা পরিচালনা করেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান আকন। সমাবেশে মঠবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মরিয়ম আক্তার সুরমা ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
সমাবেশে বক্তারা স্থানীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে মূল দলে এসে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
