বাগেরহাটের পুলিশের বিশেষ অভিযানে ২৬ মাদক ব্যবসায়ীসহ আটক ৪৩
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে ২৬ জন মাদক ব্যবসায়ী রয়েছে এবং এদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটকৃতদের মধ্যে বাগেরহাট সদরে ১২, ফকিরহাটে ৫, মোড়েলগঞ্জে ৪, চিতলমারীতে ২, কচুয়ায় ৩, মোল্লারহাটে ৪ শরণখোলায় ২, রামপালে ৬ এবং মংলা উপজেলায় ৫ জন রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক বিক্রেতাদের ধরতে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। বুধবার রাতে অভিযান চলাকালে ৪৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২৬ জন মাদক ব্যবসায়ী এবং ১৭ জন বিভিন্ন মামলার পলাতক আসামী। জেলার সব এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান। আটকৃতদের সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
