প্রধান সূচি

বাগেরহাটে তিন মাদকসেবী আটক

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মংলায় মদ খেয়ে মাতলামী ও বিশৃংখলা সৃষ্টির অভিযোগে মাদকাসক্ত তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মদ খেয়ে মাতলামী ও বিশৃংখলা সৃষ্টি করায় শহরের আল প্রিন্স’র মোড় থেকে মঙ্গলবার গভীর রাতে তিন যুবককে আটক করেছে ওসি (তদন্ত) আঃ রহমান বিশ্বাস ও এটিএসআই উত্তম কুমার চ্যাটার্জী। আটককৃতরা হল, মিয়াপাড়া এলাকার কদম আলীর ছেলে মোশারেফ হোসেন ওরফে মোশা, রাতারাতি কলোনীর ওলিয়ার রহমানের ছেলে জাহিদুল ইসলাম ও কলেজ রোড এলাকার লিয়াকত হোসেনের ছেলে রবিউল ইসলাম।

আজ বুধবার সকালে মাদক আইনে মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে বলে জানায় পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক শহরের সিঙ্গাপুর মার্কেট ও বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন, আটক এ তিন যুবক প্রতিনিয়ত মদ খেয়ে শহরে মাতলামী ও সাধারণ লোকজনকে নানাভাবে হয়রানী করে আসছিল। চিহ্নিত এই তিন মাদকাসক্ত যুবক পুলিশের হাতে আটক হওয়ায় বাজারের লোকজন স্বস্তি প্রকাশ করেছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial