পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার :
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে কেন্দীয় মিনার থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে গিয়ে শেষ হয়।
এখানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ, পুলিশ সুপার ওয়ালিদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা ইরাদ, শামিমা বেগম, প্রফেসর রুহুল আমীন, রফিকুল ইসলাম পান্না প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মহিলা পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।
Please follow and like us:
« ঐতিহাসিক ৭ মার্চে পিরোজপুরে আওয়ামী লীগের ঐতিহাসিক জনসভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে তিন মাদকসেবী আটক »
