আন্তর্জাতিক নারী দিবসে ভান্ডারিয়ায় সেলাই মেশিন বিতরণ
ভান্ডারিয়া প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বুধবার জেলার ভান্ডারিয়ায় নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ও ঢাকার আহসানিয়া মিশনের সহায়তায় একটি র্যালি বের হয়। র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের উপজেলা সভাপতি আসমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমী মোঃ সাইফুদ্দিন গিয়াস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, পিরোজপুর জেলা পরিষদের মহিলা সদস্য রোকেয়া বেগম, ওয়ার্ল্ডভিশনের মোঃ নিজাম উদ্দিন ও আহসানিয়া মিশনের গৌতম কুমার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস।
আলোচনা সভা শেষে উপজেলা নারী ফোরোমের উদ্যোগে দুঃস্থ অসহায় নারীদের মাঝে ১৭টি সেলাই মেশিন ও নারী ফোরামের ১০ জন সদস্যের মাঝে ফাইল কেবিনেট বিতরণ করা হয়।
