সততা সংঘের ১০ মার্চের দুর্নীতি বিরোধী মানববন্ধন সফল করতে হবে …. জেলা প্রশাসক
কন্ঠ রিপোর্ট :
পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ বলেছেন, সততা সংঘের মানববন্ধন সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। এ উপলক্ষে আজ রবিবার অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলতে সারা দেশের মত পিরোজপুর সদর উপজেলায় আয়োজিত এ মানববন্ধন কমিটি অবদান রাখবে।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক) আগামী ১০ মার্চ শুক্রবার সকাল ৯ টায় পিরোজপুর উপজেলা সদরে সততা সংঘের এক সমাবেশ এবং এরপর এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। এ কর্মসূচিতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পিরোজপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয় ও মাদ্রাসার সততা সংঘের সদস্য, শিক্ষক মন্ডলী, শহরের গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচিতে উপস্থিত থাকবে।
ৎদুর্নীতি বিরোধী এ মানববন্ধন বাস্তবায়ন করার জন্য রবিবার পিরোজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন, সহকারি কমিশনার মোঃ আসসাদিক জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, টিআইবি’র সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিতসহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম জানান, মানববন্ধন উপলক্ষে ১০ মার্চ শুক্রবার সকাল ৯টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সততা সংঘের সমাবেশ হবে। শুরুতে ছাত্র-ছাত্রীদেরকে সততা সংঘের শপথ বাক্য পাঠ করানো হবে। এরপর বক্তব্য রাখবেন পিরোজপুরের জেলা প্রশাসক, দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধি।
