বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ।
উক্ত অনুষ্ঠানে পিরোজপুরের বিভিন্ন এলাকার বিবাহ রেজিষ্ট্রার, ইমাম ও হিন্দু ধর্মীয় পুরোহিতগণ প্রশিক্ষন গ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এডিপি শাখার প্রকল্প কর্মকর্তা এডুয়ার্ড কে এইচ বাবুল, শিশু সুরক্ষা কর্মকর্তা ম্যাথিল্ডা ম্যান্ডেজ, দুর্যোগ ব্যবস্থ্যাপনা প্রকল্প কর্মকতা নিউটন গমেজ প্রমুখ।
Please follow and like us:
« কাউখালী ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে পিরোজপুর সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা »
