জামায়াতে ইসলামী টাকা পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন চায় বলেই পিআর পদ্ধতি চাচ্ছে : শামীম সাঈদী
পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন চায় বলেই পিআর পদ্ধতি চাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছে এই কারণে যে সকলেই যেন সমান অধিকার নিয়ে যার যার ভোট প্রদান করতে পারে, তার অধিকারকে বাস্তবায়ন করতে পারে।
বুধবার বিকেলে শহরের টাউন ক্লাব রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শামীম সাঈদী বলেন, আজ থেকে ৫৪ বছর আগে বাংলাদেশের মাটি ও মানুষের জনগণ, যারা কিনা এদেশকে স্বাধীন করেছিল সোনার বাংলা গড়ার লক্ষ্যে সেই স্বাধীনতা আজ অবধি আমরা ভোগ করতে পারিনি। গত ৫৪ বছরে বারবার দেশকে শাসক সমাজ যারা দেশের ক্ষমতায় এসেছিলেন তারা আমাদেরকে শোষিত করেছে, নির্যাতিত করেছে, নীপিড়ন করেছে এবং শেষমেষ সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে সোনার বাংলার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই সোনার বাংলা গড়া হয়নি। যে কারনে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, আবারও সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে নানা নরকম ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা পিআর পদ্ধতি চাই, কেউ কেউ মনে করতেছে যে আমরা নির্বাচনকে বানচাল করতে চাই, আসলে তা নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতন্ত্র এবং নির্বাচনমুখী একটি দল। বাংলাদেশে এ পর্যন্ত কোন দল ৩০০ আসনে কোন প্রার্থী দিতে পারে নি, একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিয়ে আরও ৫ মাস আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। কিন্তু নির্বাচনমুখী হওয়া স্বত্বেও আমরা বাংলাদেশের বাকি সকল নিবন্ধিত-অনিবন্ধিত দল যেগুলো আছে তারা যেন তাদের মতামতের মূল্যায়ন পায় এই কারণেই পিআর পদ্ধতির ব্যবস্থার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে চাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী শাখা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ, জেলা ছাত্র শিবির সভাপতি আল আমিন প্রমুখ।
