প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
বুধবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজসহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ২জন দুস্থ উদ্যোক্তাকে ২টি সেলাই মেশিন প্রদান করে।
এর আগে বুধবার সকালে নারী দিবস উপলক্ষে র‌্যালি বের করে মহিলা পরিষদ, ওয়ার্ল্ড ভিশন, উদ্দীপন, সনাকসহ বিভিন্ন সংগঠন। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ডিসি অফিস সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধনে মিলিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পৌরসভার সাবেক কাউন্সিলর মিনারা মাহবুব, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপি’র প্রোগ্রাম অফিসার পলিন সরদার, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার লিউনিডাস বৈদ্য, মৃদুলা সরকার, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, সুশীলন প্রতিনিধি গৌরাঙ্গ মন্ডল প্রমুখ।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.