প্রধান সূচি

Wednesday, July 15th, 2020

 

বাগেরহাটে পিবিআই’র নতুন পুলিশ সুপারের যোগদান

বাংলাদেশ পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বাগেরহাটের প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মো. আল মামুন। মঙ্গলবার তিনি বাগেরহাট কার্যালয়ে যোগদান করেন। এই প্রথম পিবিআই’র বাগেরহাট কার্যালয়ে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার পদায়ণ করা হল। পটুয়ায়খালী জেলার সন্তান নবনিযুক্ত পুলিশ সুপার মো. আল মামুন এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, এপিবিএনসহ সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় পুলিশে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোষ্ট ও মালিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাগেরহাটে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি গণমাধ্যম ও সুশীল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।


খুঁজে ফিরি

কোথায় গেল গাঁয়ের রাখাল, কোথায় যে তার বাঁশি কোথায় যে আজ  কলসী কাঁখে গাঁয়ের বঁধুর হাসি। কোথায় গেল হালের লাঙল, হাইলারা আজ কই, কোথায় গেল মুড়কি মোয়া বিন্নি ধানের খৈ। কোথায় গেল তালের পাখা, পুঁথি পাঠের সুর, জারী সারি যাত্রা পালা সব হয়েছে দূর। কোথায় গেল নায়ের মাঝি বৈঠা গুন আর পাল, ভাটিয়ালির সুরে যে আর হয় না মন উতাল। কোথায় গেল দাঁড়িয়া বাঁধা, বৌ- চি গোল্লাছুট, নানা রঙের ঘুড়ি যে আর দেয় না আকাশে ছুট। কোথায় গেল গরুর গাড়ি, গাড়িয়াল ভাইজান, বেহারা আর পাল্কিও নাই সবই যে নিষ্প্রাণ। সববিস্তারিত পড়ুন


মো. মাসুম বিল্লাহ পেল শুদ্ধাচার পুরস্কার

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোংলা বন্দরের শুদ্ধাচার পুরস্কার-২০২০ অর্জন করেছেন সহকারী ব্যবস্থাপক মো. মাসুম বিল্লাহ। সোমবার সকালে মোংলা বন্দরের প্রশাসনিক  কার্যালয়ের এক অফিস আদেশে পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। মাসুম বিল্লাহ দায়িত্ব পালনে অনন্য সততা, দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের কারণে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। মোংলা বন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম শাহজাহান (বিএন) এই পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইয়াসমিন আফসানা, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, সদস্য (হারবার ও মেরিন), মো. গিয়াস উদ্দিন, (উপসচিব), পরিচালক (প্রশাসন) হারবার মাস্টার শেখ ফখরউদ্দিন, লে:বিস্তারিত পড়ুন