প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় বেতমোর ইউনিয়নের জানখালী গ্রাম থেকে রাজিবুল ইসলাম ববি (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ববি ওই গ্রামের মাইনুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া থানার এসআই সুভাষ ব্যানার্জীর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ববিকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী ববি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ববিকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial