প্রধান সূচি

ভান্ডারিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলার ভান্ডারিয়ায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে আব্দুর রহমান শিকদার (৬৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর একটি টহল দল উপজেলার দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় র‌্যাব তার কাছে মজুদকৃত ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আব্দুর রহমান উপজেলার দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত আজহার উদ্দিন শিকদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ভান্ডারিয়া দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামে আবদুর রহমান শিকদারের বাড়িতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে র‌্যাব সদস্যরা আব্দুর রহমানকে আটক করে। পরে তার কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. নুর উদ্দিন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial