প্রধান সূচি

বার কাউন্সিল নির্বাচন

পিরোজপুরে এডভোকেট শ. ম. রেজাউল করিমের মতবিনিময় সভা

আগামী ১৪ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারন সদস্য পদে প্রার্থী বর্তমান বার কাউন্সিল ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট শ. ম. রেজাউল করিম পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মত বিনিময় সভা করেছেন।

শুক্রবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরায় জেলা আইনজীবী সম্মিলিত সমন্বয় পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বার কাউন্সিল নির্বাচনে (ই-গ্রুপ) সদস্য পদে প্রার্থী বর্তমান বার কাউন্সিল হাউজ কমিটির চেয়ারম্যান এডভোকেট পারভেজ আলম খান, জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি প্রবীন আইনজীবী চন্ডিচরন পাল, এম এ মান্নান, আলাউদ্দিন খান, আব্দুর রাজ্জাক খান বাদশা, কানাই লাল বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, বার কাউন্সিল নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী বর্তমান বার কাউন্সিল ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট শ. ম. রেজাউল করিম আগামী ১৪ মে বার কাউন্সিল নির্বাচনে সবার সহযোগিতা কামনা করে বিগত বছরের মত দলমত নির্বিশেষে তাকেসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে ভোট দিতে পিরোজপুরের আইনজীবীদের প্রতি আহবান জানান।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদলের সঞ্চালনায় আইনজীবী সমিতির শতাধিক সদস্য, সাংবাদিক ও শহরের গন্যমান্য ব্যক্তিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial