পিরোজপুরে বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল ইসলাম মিঠুর সভাপতিত্বে কেক কেটে বাংলাভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। এসময় বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা এম. এ. রাব্বানী ফিরোজ, দৈনিক সংবাদ প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ. কে. আজাদ, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর রিপোটার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, উদীচীর পিরোজপুর জেলার সাধারন সম্পাদক খালিদ আবু প্রমুখ। এসময় বক্তারা বাংলাভিশনের অনুষ্ঠানমালা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করে বলেন, বাংলাভিশন একযুগে যা অর্জণ করেছে তা ধরে রেখে আরো উপরের দিকে এগিয়ে যাবে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৫০জন অসহায়-দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
