প্রধান সূচি

মঠবাড়িয়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম

জেলার মঠবাড়িয়ায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ মোস্তফা মাঠে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে শামীম খান (৪০) নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহত শামীমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শামীমের বাবা সরকারী কলেজ পাড়ার নুরুল ইসলাম খান বাদী হয়ে নাইম মিয়া (২৫), সোহেল (২৬)সহ ৬ জনকে আসামী করে রাতেই মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে ব্যবসায়ী শামীম ভলিবল খেলা দেখার এক পর্যায় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। এ সময় শামীম এক পক্ষের হয়ে বিরোধ  মেটানোর চেষ্টা করেন। এতে অপরপক্ষ ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই মামলা রেকর্ডভুক্ত হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial